Wellcome to National Portal
Main Comtent Skiped

Running Project

জয়পুরহাট জেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির আওতায় ৩৫০ টি শিখন কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৮১ টি, পাঁচবিবি উপজেলায় ৭৫ টি, আক্কেলপুর উপজেলায় ৫৪ টি, কালাই উপজেলায় ৭০ টি এবং ক্ষেতলাল উপজেলায় ৭০ টি শিখন কেন্দ্র রয়েছে। বাস্তবায়ন সহায়ক সংস্থা (আইএসএ) হিসেবে সোশ্যাল ডেভলপমেন্ট সার্ভিস (এসডিএস) জেলার সদর, পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় কর্মসূচি বাস্তবায়ন করছে। লীড এনজিওর সহযোগী সংস্থা হিসেবে এসো গড়ি সোনার বাংলা সংস্থা কালাই উপজেলায় এবং মহিলা কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন সংস্থা (এমকেডিবিএস) ক্ষেতলাল উপজেলায় কর্মসূচি বাস্তবায়ন করছে।


আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম


চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর সাব-কম্পোনেন্ট ২.৫ এর আওতায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এই কর্মসূচির লক্ষ্য। 


শিখন কেন্দ্রের বৈশিষ্ট্য


  • ২০-৩০ জন এবং ৮-১৪ বছরের শিক্ষার্থী;                              
  • একক/একাধিক শ্রেণির স্কুল;
  • NCTB পুস্তকের মাধ্যমে পাঠদান করা হয়;
  • এক্সিলারেটেড মডেল সিলেবাস;
  • একজন শিক্ষক;
  • একটি শ্রেণিকক্ষ;
  • ৭-১১ সদস্য বিশিষ্ট সিএমসি;
  • ৩ ঘন্টা ক্লাস এবং সপ্তাহে ৬ দিন ক্লাস; 
  •